অনলাইন ডেস্ক:
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় স্থানীয় সময় রবিবার ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। নতুন নতুন জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, আগে থেকেই তিনজনের মৃত্যুর খবর দেওয়া হচ্ছিল। তবে নিখোঁজ একজনও মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে চারজনে ঠেকেছে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের অকল্যান্ড শহরে গত শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতকে কেন্দ্র করে বন্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় সেখানকার ১৬ লাখ মানুষকে জরুরি অবস্থার মধ্যে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ আভাস দিয়েছে, রবিবার ও সোমবার আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে নতুন নতুন জায়গা প্লাবিত হওয়া শঙ্কা রয়েছে।
সূত্র: গার্ডিয়ান