অবৈধভাবে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কাটা বন্ধের নির্দেশ
Reporter Name
/ ৬৩
Time View
Update :
রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন
Share
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার গোলডাঙ্গী ও ধলারমোড় এলাকা থেকে রাতের আধারে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি ও পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা নজরে এসেছে জেলা প্রশাসনের। বিষয়টি জানার পর দ্রæত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এদিকে রোববার জেলা প্রশাসকের নির্দেশ পাওয়ার পর ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী তাৎক্ষনিক বেলা বারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি মাটি কেটে নেয়ার ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হন।
তিনি জানান, এভাবে মাটি ও বালু কাটা চলমান থাকলে আসন্ন বর্ষা মৌসুমে বিপর্যয় দেখা দিতে পারে। তাতে নদী ভাঙ্গণ বৃদ্ধির পাশাপাশি কয়েক কোটি টাকা ব্যায়ে সদ্য নির্মিত গোলডাঙ্গী সেতুটিও ঝুকিতে পড়বে বলে মন্তব্য করেন। কেউ মাটি বা বালি কাটার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।