
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী পরিবারের আয়োজনে উপজেলার সালুয়াদী বাজার সংলগ্ন খেলার মাঠে বুরোদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডি,আই,জি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরোদিয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন , সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ,যুব লীগ নেতা মোঃ দিদার আকন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গগন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রকৃত আওয়ামী লীগ কখনো দেশের মানুষের জন্য খারাপ কিছু করে না, যারা আওয়ামী লীগের নামে খারাপ কিছু করে তারা দুসরা ( হাইব্রিট) আওয়ামী লীগ।আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। বর্তমানে দেশে উন্নয়নের ধারা অব্যহত রহিয়াছে এই উন্নয়নের দ্বারা কে অব্যহত রাখতে তিনি এলাকার জনগণকে আগামীতে ও আওয়ামী লীগের পাশে থাকার জন্য আহবান করেন।