পৃথিবীতে আমার কেউ নেই । তাই দুই এতিম বাচ্চার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। বিউটি বেগম নামে এই মহিলা কে রবিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভিক্ষা করতে দেখা যায়। একটি বাচ্চা মায়ের কোলে ঘুমাছে অন্য বাচ্চাটি পাশেই দৌড়ারাছে। বিউটি বেগমের কাছে গেলাম এবং কয়েকটি টাকা দিলাম। টাকা দিয়ে জিঞ্জিরা করলাম তোমার বাড়ি কোথায় এবং এই শিশু বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন। বিউটি বেগম বলবো পিতার বাড়ি গোপালগঞ্জ জিরমলার মোকসেদপুর উপজেলায় এবং স্বামীর বাড়ি ফরিদপুর জিলার সালথা উপজেলায়। আমার কোলে সে বাচ্চাটি দেখছেন ওযখন তিন মাসের পেটে তখন আমার স্বামী মারা যায়। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির কেউ দেখেনা। তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি এবং সংসার চালাছি। এই দুই শিশু বাচ্চা নিয়ে কেউ কাজ দিচ্ছে না। আমার বড় ছেলের বয়স পাচ বছর মেয়েটি বয়স এক বছর হলো। বিউটি আরো বলেন ভিক্ষার জন্য গেলে অনেকে অনেক কথা বলে। আমাদের মানুষ মনে করেনা কেউ কারন আমারা গরীব ভিক্ষা করি। আমার জীবন অনেক কষ্টের জীবন তা আপনারা অনুভব করতে পারবেন না।