শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কাঞ্চন পৌরসভাকে মাদকমুক্ত গড়ার স্বপ্ন  দেখেন সানাউল্লা মান্নান সানি   তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রদল নেতারা গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হিসেবে পদোন্নতি পেলেন শাহাদাৎ হোসেন বাহার দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলামকে হত্যার হুমকি রূপগঞ্জে সাংবাদিক রাশেদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিলেন মা! ৬ মাসের কারাদণ্ড সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আমি সব ছেড়ে আপনাদের কাছে এসেছি কিশোরগঞ্জে”এমপিলিপি

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ২:১৯ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
আমার বাবা নাই আমার মা নাই আমি এতিম। সব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে যে আপন করে নিয়েছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কে ধন্যবাদ জানাই যে আপনারা এতিমের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে এই কিশোরগঞ্জ ও হোসেনপুরের দায়িত্ব দিয়েছেন। আমি
আমার পরিবার, আমার সংসার সব ছেড়ে আপনাদের মাঝে এসেছি কিন্তু আমি কোন ভুল করিনি। আমি এখানে এসে আমার পরিবার পেয়েছি, সংসার পেয়েছি, আমার ভাই পেয়েছি আমার বাবা-মা পেয়েছি। সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ । আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন। এ জন্য আমি চির ঋণী হয়ে থাকবো আপনাদের কাছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে।
পদ্মা সেতু ,মেট্রোরেল, কর্ণফুলী টানেল দেশ এখন সাফল্যের চূূূূড়ায়। হাজার হাজার রাস্তা, ব্রীজ কালভার্ট দেশের প্রতিটি যায়গায় উন্নয়নের ছোঁয়া।জননেত্রী শেখ হাসিনা সারা দেশে অসহায় গৃহহীন দের ঘর দিয়েছেন।
যারা মানবেতর জীবন যাপন করতো তাদের জন্য তিনি বাসস্থানের ব্যবস্থা করেছেন। তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এ পরিকল্পনা চলমান থাকবে।শুধু তাই নয় বিদ্যুত এখন ঘরে ঘরে। যখন আমাদের দেশ উন্নয়নের মহা সড়কে ঠিক তখনই আবার পাকিস্থানের প্রেতাত্বারা মাথা উঁচো করে নাড়া চাড়া শুরু করছে।
এমপি লিপি  বলেন. যাদের জন্মই হচ্ছে ক্যান্টনমেন্টের অন্ধকারে। তারা আবার ক্ষমতায় আসলে আবার ১,২ খাম্বা থেকে শুরু করে নতুন হাওয়া ভবন তৈরি করবে। তারা দেশের কোন উন্নয়নের চিন্তা করে না তারা নিজেদের কথাই ভাবে। তাদের কোন জবাব দিহিতা নেই। এমন একটি দল আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। তারা বার বার চেষ্টা করছে জন নেত্রী শেখ হাসিনাকে

আঘাত করার জন্য। তারা আমার নেত্রীকে ২১ বার আঘাত করছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তিনি সুস্থ্য আছেন এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন। কোন ষড়যন্ত্রই তাকে দাবাইয়া রাখতে পারবে না।
জননেত্রী শেখ হাসিনার বাবার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের জন্য।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি মোড়ে ইউনিয়ন
আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভায় কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিন্নাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজহারূল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওযামীলীগের সহ-সভাপতি এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবু সাইদ

ইমাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, শফিকুল হক গনি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শরীফ।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছারাও জনসভায় তৃণমুল পর্যায়ের বিপুল

সংখ্যক দলীয় নেতা- কর্মী উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য কিশোরগঞ্জ জেলখানা মোড়ে অসহায় ছিন্নমুল বেদে পল্লীতে শীতার্থদের মাঝে
প্রধান মন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin