ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রতারনার মাধ্যমে স্বর্ন হাতিয়ে নেয়া একটি চক্রকে গাইবান্ধা জেলা থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের ৪টি স্বর্নের চেইন উদ্ধার করা হয়। এ নিয়ে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, গত ১৬ মার্চ আলফাডাঙ্গা থেকে প্রতারনা করে কয়েক ভরি স্বর্ন হাতিয়ে নিয়ে যায় চক্রটি।