মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ত্রিশালের সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।
সোমবার সকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিলেট, আয়োজিত এক অনুষ্ঠানে ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা -২০২২ উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়।
ইউএস বাংলা প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মোঃ সফিনূর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠান উদ্বোধন করেন ড. সৈয়দ রাগীব আলী,
প্রধান আলোচক ভারত থেকে আগত অধ্যক্ষ ড. কামাল উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আতিক হেলাল, ড. মোঃ আবু তাহের, অধ্যক্ষ মনোজিৎ রায়,
এড. মহিউদ্দিন আহমেদ শাহীন, কবি শামছুল হক শামীম, কবি আরিফুজ্জামান, কবি বশির আহমেদ, কবি শাহ্ জালাল কবি জোবায়ের, কবি সাজ্জাদুল ইসলাম প্রমূখ।