রফিকুল ইসলাম রন্জু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে ইসলামী রিলিফ বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে পৌরসভা ও পলবান্ধার ৩০০ জন হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের এস এম জামাল আব্দুন নাছের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ আরও অনেকেই।
জানা গেছে, পৌরসভা ও পলবান্ধা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে কম্বল ১টি, শাল ২টি, সোয়েটার ১টি করে, তিনশত জনের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।