মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সাথে ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন । এসময় উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সততা ও বিশ্বস্ততার সাথে নিরলস ভাবে কাজ করে যাওয়ার কথা বলেন।
নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান দৈনিক ময়মনসিংহ প্রতিদিন,প্রতিদিনের বাংলাদেশ (অনলাইন)সহ সভাপতি
মোঃ তৌহিদুল ইসলাম সরকার, দৈনিক ভোরের আকাশ সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম দৈনিক বাংলাদেশ বুলেটিন,দৈনিক আমার বার্তা যুগ্ম সম্পাদক,মোঃ রবিকুল ইসলাম দৈনিক এই বাংলা দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান, দৈনিক দেশ প্রতিদিন প্রচার সম্পাদক মোঃ রাসেদ হাসান দৈনিক স্বাধীন মত গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ।