আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা এনএসআইয়ে’র দেয়া তথ্যের ভিত্তিতে (১২ ডিসেম্বর) সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সোমবার দুপুরে ঠাকুরাকোনা বাজারে লিটন স্টোর এবং তাদের মালিকানাধীন ভোজ্য তেল ও ডিজেলের গোডাউনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোডাউনে অবৈধভাবে ৯ হাজার লিটার ভোজ্য তেল, ১১ হাজার লিটার ডিজেল মজুদ, পলিথিনসহ মেয়াদ উত্তীর্ন খাদ্যদ্রব্য ও নকল আকিজ বিড়ি পাওয়া যায়।
এ সময় ভাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ইউএনও মাহমুদা আক্তার দোকান মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা এবং নকল আকিজ বিড়ি, মেয়াদ উত্তীর্ন খাদ্যদ্রব্য ও পলিথিন জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।