কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম্বর বুধবার বিকাল ০৪টা ০৫ মিনিট এর সময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের ভাইস্তারপাড়া একলাছ মিয়ার পুকুরপাড় এলাকায় এক অভিযান পরিচালনা করে হাসান শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ সহ আটক করেছে। পুলিশ জানায় আটককৃত হাসান শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন রহিয়াছে।