মোঃমনির হোসেন স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির ২০২২-২৩ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ ফেব্রুয়ারী বিকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের সাংসদ ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মীর সালমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,কানিহারি ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ,ত্রিশাল ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আপেল মাহমুদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,ত্রিশালের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাংবাদিকবৃন্দ।সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিঃ শরীফ নাফে আস সাবের মনির এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জীবন।