
আব্দুর রউফ ভূঁইয়া: স্টাফ রিপোর্টার ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে গণ অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখা।
গত১৬ (এপ্রিল) রোজ রবিবার বিকালে কটিয়াদী উপজেলা সদরের বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে এলাকার হত দরিদ্র পথচারী অসহায় নারী ও পুরুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এলাকার পথচারী অসহায় মানুষ গুলো গন অধিকার পরিষদের পক্ষ থেকে এই পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের প্যাকেট হাতে পেয়ে আনন্দে উচ্চাসিত হয়।
এ সময় উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নাসির উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জুয়েল মিয়া, যুগ্ম সদস্য সচিব এনামুল হক সুমন ও মোমেন আহমেদ জনি।
যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুনাক বিন বাদশা,
ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃশরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইমন খান ও শ্রমিক অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি পদ প্রার্থী রমজান আলী সহ বিভিন্ন উপজেলার ছাত্র, যুব, গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত ইফতার বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গণধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ আলিউজ্জামান মহসিন ও সদস্য সচিব তাবাসসুম।