আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ০৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর ৫:৫৫ ঘটিকার সময় কটিয়াদী মডেল থানার এসআই দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ী কে তাদের সাথে থাকা ০৪ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ১। মোঃ জুনাইদ (২০) পিতা মোঃ ফারুক মিয়া, সাং হিরাতলা , পোঃ সিংগারবিল ২। মোঃ দেলোয়ার হোসেন দিলু (১৯) পিতা মৃত সায়েদ খা, সাং কাশিনগর, পোঃ সিংগারবিল, উভয় থানা বিজয়নগর, জেলা- ব্রাক্ষনবাড়ীয়া। পুলিশ জানায় এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।