গতকাল বুধবার ৩০ নভেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. রাসেল শেখ পি পিএম (বার)এর নির্দেশনায়, জেলার বিট পুলিশিং ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সার্বিক তত্ত্বাবধানে জেলার সবকটি উপজেলা ও পৌর সভায় ধারাবাহিকভাবে বিট পুলিশিং সভার অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে তাড়াইল থানার আয়োজনে উপজেলার মোট ০৭ টি ইউনিয়নে
সংশ্লিষ্ট বিটের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সভাপতিত্বে এক যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে এই বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
বিট পুলিশিং সভা সমুহের মধ্যে তাড়াইল-সাচাইল ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট পুলিশিং ফোকাল পয়েন্ট কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, দামিহা ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোস্তাক সরকার, জাওয়ার ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, রাউতি ইউনিয়নে ছিলেন কিশোরগঞ্জ কোর্টের পুলিশ পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক, দিগদাইর ইউনিয়নে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, রফিকুল ইসলাম, ধলা ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সামছুর রহমান ও তালজাঙ্গা ইউনিয়নে ছিলেন তাড়াইল থানার পরিদর্শক (নি.) মো. মিজানুর রহমান।
বিট পুলিশিং সভা সমুহে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি গন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।