
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামা লক্ষিয়া ফুরকানীয় মাদ্রাসার প্রাঙ্গণে নামা লক্ষিয়া ধান সমবায় সমিতির উদোগে গত রবিবার( ০৮)ই জানুয়ারী বিকাল ৪ টায় ৩০ মিনিটে সময় মাঠ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পাকুন্দিয়া কৃষি অফিসারের তত্ত্বাবধানে উপজেলার নামা লক্ষিয়া গ্রামের কয়েকশত কৃষকের নিয়ে মাঠ দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা কূষি অফিসার নুরে, ই আলম আরো উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেন রিপন, এতে বক্তব্য রাখেন কূষি সম্প্রসারন কর্মকর্তা আঃছামাদ, উপ সহকারী কূষি কমকর্তা মাইদুল হক, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন নামা লক্ষিয়া ধান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, বক্তারা কৃষি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনা করেন।