কিশোরগঞ্জের বাজিতপুরে র্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক-
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গতকাল শুক্রবার ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৮:১০ মিনিট এর সময় কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন দিঘীরপাড়া ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে ০৮ বোতল বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে এবং ঐ সময় তার সাথে থাকা একটি মোবাইল ফোন,নগদ ৫০০ টাকা সহ বিশাল চন্দ্র দাস (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী বিলাল চন্দ্র দাস বাজিতপুর উপজেলার পাটুলী গ্রামের দিঘীর পাড় ইউনিয়নের দীলিপ চন্দ্র দাসের ছেলে ।
র্যাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায় যে আটককৃত মাদক ব্যবসায়ী বিলাল চন্দ্র দাস
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকারোক্তি দিয়েছে। সে দীর্ঘ দিন ধরে এলাকায় গোপনে মাদক বেচাকেনা করে আসছিল।
এই বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ বাজিতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব -১৪ সিপিসি-২ এর উপ-পরিচালক, কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খাঁন সংবাদ মাধ্যমকে জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।