কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪ সিপিসি -২ কর্তৃক ৮৪ কেজি গাঁজা সহ ২ জন আটক
আব্দুর রউফ ভূঁইয়া- কিশোরগঞ্জ
আজ বুধবার ৩০ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আক্কাস আলীর নেতৃত্বে ভৈরব থানাধীন ভৈরব নাটোলের মোড় এলাকায় এক অভিযান পরিচালনা করে ৮৪ কেজি (২৫ ব্যান্ডেল) গাঁজা ও একটি হায়েজ গাড়ী সহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের এর সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ জাকির হোসেন (৩৫) পিতা: লাল মিয়া, সাং: পিরিজ কান্দি, থানা: রায়পুরা, জেলা’ নরসিংদী ২। মোঃ রিয়াদ (২৩) পিতা: মৃত ফকির মিয়া । সাং: ভৈরবপুর উত্তর পাড়া, থানা: ভৈরব জেলা: কিশোরগঞ্জ।
আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায় আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে চোরাই ভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত মাদক ব্যবসায়ীরা নিজেদেরকে পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক পাচার কারী হিসেবে স্বীকার করেছে।
এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব কর্তৃপক্ষ জানান।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান চলমান রয়েছে, ইহা নিয়মিত চলমান থাকবে।