আব্দুর রউফ ভূঁইয়া: স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের মিঠামইন থানার এসআই(নিরস্ত্র) মোঃ দ্বীন ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গয ১৭ এপ্রিল রাত্র ৯.৩০ ঘটিকায় মিঠামইন থানাধীন ঘোপদিঘী সাউদহাটি সাকিনস্থ জনৈক মো: ফুরকান মিয়া (৩৫) এর টিনের বসত বাড়িতে এক অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ ফুরকান মিয়া (৩৫), পিতা- মৃত সাহেদ মিয়া, সাং- ঘোপদিঘী, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করেন এবং তার হেফাজতে থাকা ০২(দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্র ১১.০০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেন। কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানান এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।