আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ২ ডিসেম্বর বিকাল ০৩:২০ মিনিটের সময় জেলা ডিবি পুলিশের এসআই মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সদর থানাধীন মনিপুরঘাট সাকিনস্থ ছোট ব্রীজের মাথা সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানাধীন মনিপুরঘাট সাকিনস্থ ছোট ব্রীজের মাথায় আনোয়ার(৪০), পিতা- মৃত লোকমান এর মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী জহির(৪৭), পিতা- মৃত কলিম উদ্দিন, সাং- যশোদল মনিপুরঘাট,থানা ও জেলা- কিশোরগঞ্জ তার সাথে থাকা ৪০০ পিস ইয়াবাসহ ট্যাবলেট সহ গ্রেফতার করে। এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।