কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ৩০০ টাকা সহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- জেলা সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (৩৪) ।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ১১ জানুয়ারি রাত ৮:২০ মিনিট এর সময় কিশোরগঞ্জ সদর উপজেলার ষশোদল ব্রাক্ষনকান্দি এলাকা থেকে মাদক সহ মাদক ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মিয়া কে আটক করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া নিজ কে মাদক কেনাবেচা সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খাঁন সংবাদ মাধ্যমকে জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে ইহা নিয়মিত চলমান থাকবে।