মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
শনিবার ২৬ নভেম্বর ২০২২, সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কোর্ট পুলিশ ইউনিট কর্তৃক আয়োজিত বার্ষিক পরিদর্শন সালামী গ্রহণ শেষে কোর্ট পুলিশ ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং কোর্টে ডিউটি কালীন সময়ে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনে সংক্রান্তে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং কোর্টের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থানা, সার্কেল অফিস ও পুলিশ অফিসের কার্যক্রমের সাথে যেন সুসমন্বয় থাকে, এ ব্যাপারে সব সময় সচেষ্ট থেকে দায়িত্ব পালন করার জন্য কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ কোর্ট পুলিশ ইউনিট কুষ্টিয়া, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, সদর কোর্ট কুষ্টিয়া সহ কুষ্টিয়া কোর্ট পুলিশ ইউনিটে কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ।