মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-ফরিদপুর রুটে চলা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা চারদিন বাস ধর্মঘট চলার পর ১০ এপ্রিল, সোমবার দুপুরে জেলা প্রশাসকের সাথে দুই জেলার বাস মালিক শ্রমিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে ধর্মঘট প্রত্যাহার হলেও এইসব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হবে আগামীকাল ১১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে।
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা মালিক শ্রমিক দ্বন্দ্ব মেটাতে আজ দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। আলোচনার মাঝ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে বৈঠক ফলপ্রসূ হওয়ায় কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া ফরিদপুর রুটে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। আগামীকাল সকাল থেকেই ওই সব রুটে বাস চলাচল শুরু হবে বলেও জানানো হয় বৈঠকে। তবে ট্রিপ সংক্রান্ত জটিলতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ঈদের পরে আলোচনা সাপেক্ষে সংকট সমাধান করা হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
বৈঠকে উভয় জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।