মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া শরতলীর যুগিয়ায় সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫২) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের যুগিয়া এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী নাজিম উদ্দিন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল আরোহী দুই যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের বাড়ি মিরপুর উপজেলায় বলে স্থানীয়রা জানিয়েছেন।