মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বিজিবি এর অভিযানে ১ কেজি ১২০গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। আজ সোমবার বিকাল ৩.৫০টায় মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক নামক স্থানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করে সীমান্তরক্ষী বিজিবি।
মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া মহাসড়কে আলহাজ্ব পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ হেরোইন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি এর নেতৃত্বে অভিযানিক দল মেহেরপুর-কুষ্টিয়া গামী কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী আলহাজ্ব পরিবহন পরিবহনে অভিযান চালায়। এসময় মলিকবিহীন অবস্থায় ১ কেজি ১২০গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২২লক্ষ ৪০হাজার টাকা।