মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া ২১ জানুয়ারি ২০২৩,বিবিসিএফ-জীববৈচিত্র সংরক্ষণে আপোষহীন নেতৃত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২১ জানুয়ারি সকাল ১০টার দিকে
বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আয়োজনে ও কুষ্টিয়া শাখার উদ্যোগে কুষ্টিয়া জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে আলোচনা সভা,জাতীয় সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবিসিএফ এর সভাপতি ড. এস.এম. ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
প্রধান আলোচক ছিলেন, ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদ সচিব (অবঃ) কবীর বিন আনোয়ার।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক ও বিবিসিএফ’র প্রতিষ্ঠাতা, বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম, মুকিত
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র প্রো-ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার,অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার অধ্যক্ষ প্রফেসর মাইকেল বাড়ৈ। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলার বন সংরক্ষক এস এম জহির উদ্দিন আকন, ইসাবেলা ফাউন্ডেশন চেয়ারম্যান’র সহধর্মিণী তৌফিকা আনোয়ার, বিবিসিএফ’র উপদেষ্ঠা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভীদ বিজ্ঞান বিভাগ প্রফেসর সাবরিনা নাজ প্রমূখ।
প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।
সম্মেলন ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন বিবিসিএফ এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন ও বিবিসিএফ কুষ্টিয়ার ভলেন্টিয়ার নাব্বির আল নাফিজ। প্রসঙ্গ মতে, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সম্মেলনে সারা দেশ থেকে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে ৮ম জাতীয় সম্মেলন/২৩ অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য (২৩-২৪) বিবিসিএফ কার্যনির্বাহী পরিষদের নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন করেছে নির্বাচন কমিশন। সভাপতি মোঃ জিয়াউর রহমান,
সাধারণ সম্পাদক এস আই সোহেল,সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত রহমান এবং
কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।