শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:৫১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে লিটন বিশ্বাস (৩০) নামে এক যুবককে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইছাহক মাষ্টারের ছেলে আলী রেজা সিদ্দিক বুলবুল ওরফে বড় কালু, মৃত্তিকাপাড়া গ্রামের মৃত এছেম আলীর ছেলে মনোয়ার ওরফে মনো এবং মাইজপাড়া গ্রামের জলিলের ছেলে লিয়াকত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা অনুপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুন সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের পূর্বপাশে লিটনের দেহবিহীন মাথা উদ্ধার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। এঘটনায় ওইদিন নিহতের বাবা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামের মৃত চেতন আলী বিশ্বাসের ছেলে আজিবর বিশ্বাস বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ইবি থানার এসআই মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে লিটনকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। এ মামলার ২১ আসামিকে খালাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin