মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার নিউজঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ০৪:৫৫
ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ বোতল দেশীয় মদ ও ০৪ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য ১,০৮০/- (এক হাজার আশি) টাকা সহ ০২ জন আসামি ১। মনিরুল ইসলাম প্লাবন(২২), পিতা-শাহজাহান বিশ^াস, সাং-লাহিনী বটতলা এবং ২। মোঃ সানি ইসলাম সিজান(২৪), পিতা-মোঃ নাদিমুল ইসলাম, সাং-কালিসংকরপুর, উভয় থানা-সদর, জেলা-কুিষ্টয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।