মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার বিধি মোতাবেক পুলিশ সদস্যদের ভালভাবে পোশাক পরিধান করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন এবং উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিত্যদিনের পুলিশের বৈচিত্র্যময় কাজকর্ম ও চ্যালেঞ্জ মোকাবিলার নিমিত্তে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। কিট প্যারেড পরিদর্শন কালে তিনি চাহিদা মাফিক পুলিশ অফিসার ও কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি মেয়াদ উত্তীর্ণ মালামাল সমূহ কিট বহি থেকে নিজ হাতে লাল কালি দিয়ে কেটে দেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া ও ওসি, সি-স্টোরকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কুষ্টিয়া, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, (আরওআই) রির্জাভ অফিস কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।