মুন্নি আক্তারঃ সারাবিশ্বের ন্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
১০ ই ডিসেম্বার শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে পৌর শহরের জামতলা মোড় থেকে একটি র্যালি বের করেন পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালিশেষে জামতলা মোড়ে আলোচনা সভায় মানবাধিকার কমিশনের পৌরসভার সভাপতি আবদুল হামিদ বাচ্চু এর সভাপতিত্বে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ কে প্রধান অতিথী করে সভা আরাম্ব হয়।
বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, ডঃ কে এম এহসান,ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার নির্বাহী সভাপতি আজিম উদ্দিন মাস্টার, গোলাম মোহাম্মদ ফারুকী, আরশাদ আহমেদ,শ্রী অনিল রায়,সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম উজ্জল,সাংবাদিক ফকির এ মতিন,কাউন্সিলর আলফাজ উদ্দিন প্রমূখ।প্রধান অতিথীর বক্তব্যে সবাইকে মানবাধিকার কি বা এর কাজ কি তা জানতে হবে।এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সরকারী কর্মকর্তা এবং মানবাধিকার কর্মী ও আমজনতা উপস্থিত ছিলেন। পরে ভাষা সৈনিক মকবুল হোসেন ও রাম নাথ ঠাকুরকে সম্মাননা প্রদান করা হয়েছে। সভা শেষে সবাইকে আপ্যায়নের ব্যাবস্থ্যা করা হয়।