নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬ নং রাওনা ইউনিয়নের লাওতৈল গ্রামের মো: রফিকুল ইসলাম এর ফিসারির বাধ কে বা কারা রাতের আধারে কেটে পানি ছেড়ে দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ ধ্বংস করে দিয়েছে । জানা যায়, গত ৩০ ডিসেম্বর সোমবার এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম নিজস্ব ও লিজ কৃত (২৭) সাতাশ কাঠা জমির উপর মৎস চাষ করিয়া আসতেছিল, ভুক্তভোগী জানান ফিসারিটি দেখাশুনা করিত তার চাচাতো ভাই। রফিকুল ইসলাম প্রতিদিনের মত গ্রামের বাড়ি থেকে মাছের জন্য খাদ্য নিয়ে এসে দেখতে পায় ফিসারির বাধ কাটা।
সাথের শুকনো ফিসারিতে চলে যায় পানি ও মাছ। পরে এলাকাবাসী জানায়, কে বা কারা রফিকুলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।এই বিষয়ে রফিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছে।