ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দেবী বিশ্বাস (৪৫) নিখোঁজ।গত ০২/০৩/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সকাল ৮:৩০টার সময় জরুরি কাপড়ের অর্ডার ডেলিভারি দেয়ার উদ্দেশ্য বাসা হইতে বাহির হয় এখন পর্যন্ত বাসায় ফিরে আসেনি বা কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে ছেলে-মেয়ে, স্বামী, স্বজনদের। এ ঘটনায় তার স্বামী সুমন বিশ্বাস গত ০৩/০৩/২০২৩ ইং রোজ শুক্রবার গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ০২/০৩/২০২২ ইং রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮:৩০ মিনিট এর দিকে জরুরি কাপড়ের অর্ডার ডেলিভারি দেয়ার উদ্দেশ্য বাসা হইতে বাহির হন তিনি।প্রতিদিনের মতো সকালে বাহির হয়ে বেলা ৩ থেকে ৪ টার ভিতর বাসায় ফিরে আসতেন। কিন্তু সেদিন সন্ধা হওয়ার পরও বাসায় না ফেরায় উনাকে বারবার ফোন করেও ফোনে পাওয়া যায় নি এবং আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের লোকজন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তাদের মায়ের গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট। মুখমণ্ডল গোলাকার স্বাস্থ্য মোটামুটি ভালো। নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরী রংয়ের শাড়ি।
উনার ছেলে ইন্দ্রজীত বিশ্বাস আকাশ বলেন, আমরা সকল জায়গায় খুঁজেও আমাদের মায়ের সন্ধান পাইনি।পুলিশ প্রশাসন সহ সবাই যেন তাঁর মাকে খুঁজে দেন, সেই আকুতি তার। সন্ধান দাতাদের মোবাইল নং মোবাইল01721996613(ছেলে)01907276768 (ছেলে)01740481379 (স্বামী সুমন বিশ্বাস)।