মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে গরু বোঝাই অবৈধ নসিমন গাড়ি চাপায় সাইকেল চালক নিহত ও ভ্যান চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাবমোড় এলাকার হাতেম শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৫)। ও আহত ভ্যান চালক চরপাড়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস।
স্থানীয়রা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে উজ্জল বাইসাইকেলে বাড়ি ফেরার পথে খোকসা বাসস্ট্যান্ড থেকে একটি গরুবোঝাই নসিমন গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রিপন নামের ভ্যানচালক আহত হলে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা নসিমন গাড়ি আটক করতে সমর্থ হলেও চালক পালিয়ে যান। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, নসিমন গাড়ি চাপায় সাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।