
মো.হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
সোমবার ৩ এপ্রিল প্রেসক্লাবের হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বমহুত্বে প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন,গৌরীপুর থানার ওসি মাহমুদুল হসান,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,শরীফ হাসান অনু, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান,ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা অাক্তার রুবি,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মেদ খান সেলভী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল গফুর,পৌর কাউন্সিলার সাদেকুর রহমান,আরিফুল ইসলাম ভুইঁয়া এনাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেত্ববৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মৌলানা আতাহার আলী।