ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বিট পুলিশিং ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ২১/১/২০২৩ তারিখ রোজ শনিবার বেলা ১২ ঘটিকায় ফুলপুর উপজেলাধীন সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মরহুম শামছুল হক সাহেবের সুযোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম শরীফ আহমেদ এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপারঃ মাছুম আহমেদ ভূঞা ,অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফুলপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মানুন, স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলপুর সার্কেল অফিসার, মানপত্র পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব। উন্নয়ন চিত্র তুলে ধরেন সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, অধ্যাপক মোহাম্মদ হাবিরবুর রহমান হাবিব।
উক্ত আলোচনায় অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়টিকে কলেজ এবং শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়টি জাতীয় করণ দাবী করিলে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিদ্যালয়টি জাতীয় করণের ব্যাপারে অতি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট প্রস্তাব পেশ করবেন বলে উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য ইতিমধ্যে সুপারিশ করেছেন। প্রতিষ্ঠানটি জাতীয় করণের ঘোষণায় উপস্থিত জনতা উল্লাস প্রদান করে মিছিল করেন।