রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা গফরগাঁওয়ে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ৩ প্রতারক ও সীম বানানোর কারিগর গ্রেফতার বিনা ফিতে আইনি সেবা দেয়া রিন্টু এখন সহকারী অ্যাটর্নি জেনারেল রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই : হাসনাত কুষ্টিয়া গরুবোঝার ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের নিহত ২ একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে : গণমাধ্যম সংস্কার কমিশন রাজধানীতে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টঙ্গীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আশিকুর রহমান (৪২) এর উপর হামলায় প্রধান আসামি সন্ত্রাসী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতার। শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুর সাড়ে বাড়টায় টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী শিংবাড়ী এলাকার আবুল বাশার উরফে জ্বীন হুজুরের ছেলে। মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংবাদকর্মী আশিকুর রহমানসহ তার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি প্রদান করে সন্ত্রাসী ইমরান মাজারী।

(২৫শে জানুয়ারি) শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে সন্ত্রাসী ইমরান মাজারী সংবাদকর্মী আশিককে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশিক প্রতিবাদ করলে সন্ত্রাসী মাজারী মুঠোফোনের তার ভাই ফোরকান, বোরহানসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে ডেকে এনে টঙ্গী পশ্চিম থানার মূল ফটকের আতিকের চায়ের দোকানের সমনে সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে কুপায় ও প্লাস্টিকের পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সাংবাদিক আশিকুর রহমান গুরতর আহত হন। পরে সাংবাদিক আশিকুর রহমানকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনায় গত (২৭ জানুয়ারী) সোমবার আহত সাংবাদিকের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি ইমরান মাজারি ও অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। পরে ( ৮ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মেলগেট এলাকা থেকে প্রধান আসামী ইমরান মাজারিকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জানা যায়, মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইমরান মাজারি আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর সহযোগী হিসেবে ৫৩নং ওয়ার্ড শিংবাড়ী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালীন নিরীহ মানুষকে ব্লাকমেইলসহ বাড়ী দখল করে চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ড চালাতেন তিনি ।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সন্ত্রাসী কর্মকান্ড ঢাকতে পরিচয় দেন ফেসবুক সাংবাদিক। কথিত এই সাংবাদিক পরিচয়দানকারী বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে ব্লাকমেইল করেন। চাঁদা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালান। তার অত্যাচারে অতিষ্ঠ সুশীল সমাজ । এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, উক্ত মামলার প্রধান আসামি ইমরান মাজারিকে টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিকে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin