একেএম,রুহুল আমীন স্বপন (স্টাফ রিপোর্টার)
অদ্য ১৭/০১/২৩ ইং তাং BRTA SMART DRIVING LICENCE এর কার্যক্রম শুরু। যারা গত ১৫/১১/২২ ইং তাং থেকে লার্নার করেছেন তাদের অদ্য লিখিত, মৌলিক, রোড ও রেম টেষ্ট এর জন্য নির্ধারিত তারিখ ছিল,তারা আজ প্রথমেই ঘন্টার পর ঘন্টা স্বাক্ষরের জন্য না দারিয়েই প্রথমে বায়োমেট্রিক বা ফিঙ্গার দিয়ে সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ঢাকা মেট্রো সাার্কেল-০১ এর জোয়ারসাহারা পরীক্ষার কেন্দ্রে। উদ্বোধন করলেন, বিআরটিএর চেয়ারম্যান জনাব,নূর মোঃ মজুমদার, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন, জনাব, ইউসুফ আলী মোল্লা,পরিচালক মোঃ শহিদুল্লাহ, পরিচালক লোকমান হোসেন। আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মোবারক, মটরযান পরিদর্শক জিয়াউর রহমান,
মটরযান পরিচালক আল ফয়সাল।ইউ ডি,সজিব,শামীম, তোফাজ্জল,জিয়া, শফিক। বায়োমেট্রিক পরিচালনা কারি দপ্তরের দায়িত্বে সুপার ভাইজার মোঃ শামিম হোসেন জানান, এখানে ১৬ টি বুথ তৈরি করা হয়েছে দ্রুত ফিঙ্গার নেবার জন্য। যাতে জনসাধারণের কোন দূর্ভোগ পেতে না হয় আমরা সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাকি থাকে ডোপটেষ্ট,পুলিশ ভেরিফাই এগুলোর বিষয়ে যথা সমায়ে বিস্তারিত জানানো হবো।