কাওসার হামিদ, তালতলী(বরগুনা)
বরগুনার তালতলীতে পানিতে লাফ দিয়ে বুকে আঘাত লেগে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশুর শিশুর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার(২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ছকিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ছকিনা এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাড়ির সামনের স্লুইজ গেটে বাবার সাথে গোসল করতে যায় তরিকুল ইসলাম। এসময় স্লুইজের ওপর থেকে পানিতে লাফ দেয় তরিকুল ইসলাম। পানিতে পড়ে বুকে প্রচন্ড আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম খান বলেন,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।