কাওসার হামিদ, তালতলী(বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৭) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। এ সময় ওই ডাকাত সর্দারের হামলায় দুই পুলিশ অফিসার আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকখালি ইউনিয়নের বাদুর গাছা গ্রামের সিদ্দিকুরের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে শশুর বাড়িতে দাওয়াত খেতে আসেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্বশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান শুরু করলে পুলিশের উপর হামলা চালায় সিদ্দিকুর। এসময় এএসআই কামাল হোসের হাতে আঙ্গুল ছিড়ে নিয়ে যায়। এছাও এএসআই রায়হান আহত হন। তখনই পুলিশ সদস্যরা ধরে ফেলে তাকে।
আহত এএসআই কামাল গুরুতরভাবে আহত হওয়ায় তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, দুর্ধর্ষ এই ডাকাত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। এসময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। তিনি আরও বলেন আন্তঃজেলা ডাকাত সর্দার সিদ্দিকুরের নামে বামনা ও পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।