তুরস্কের মধ্যাঞ্চলে আরো একটি নতুন ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর: বিবিসি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিলো ২ কিলোমিটার পর্যন্ত।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি)1 সকালে গাজিয়ানতেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।
এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে উদ্ধার করা হচ্ছে আটকা পড়া মানুষদের। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ।
দেশ দুটিতে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনো ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।