একেএম,রুহুল আমীন স্বপন,
রাজধানীর তুরাগের আহালিয়া এলাকায় স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণে স্বামীর ছুরিকাঘাতে নিহত হন আকলিমা আক্তার(২০) নামে এক তরুণী। দোকানে সদায় কিনতে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে আকলিমা কে পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় স্বামী একরাম চাপরাশি (২৭) এবং মৃত্যু বরন করেন। এই হত্যার প্রতিবাদে ও সুবিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ বিকেল ৩ ঘটিকায় তুরাগের আহালিয়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।
নিহত আকলিমা ভোলার দুলারহাট থানার , আহম্মত পুর গ্রামের আব্দুল কাদের ও রাবেয়া খাতুনের মেজো মেয়ে। গত ২৪ ই ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ টা ১৫ ঘটিকায় তুরাগের আহালিয়ায় রাস্তায় একা পেয়ে আকলিমা বড় ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় স্বামী একরাম চাপরাশি। তৎক্ষণাৎ এলাকাবাসী একরামকে ধরতে গেলে তাদেরকেও ছুরি আঘাত করার চেষ্টা করে।
এরপর এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় দ্রুত আকলিমা নিকটবর্তী উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যায় সেখান থেকে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা কে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সেই রাতেই মৃত আকলিমার পিতা জয়নাল আবেদীন নিজে বাদী হয়ে স্বামী আকরাম সহ অজ্ঞাত ২ জন কে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।