রিমা আক্তারঃ
ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নব গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বি এন পি র যুগ্নআহবায়ক আলমগীর মাহমুদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,“ঈদুল আজহা আমাদের জন্য আনন্দময় ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই মহাপবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন নিতে পারি।
দক্ষিণ জেলা বি এন পির যুগ্নআহবায়ক আলমগীর মাহমুদ আলম বলেন,দেশ বাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা ও ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক-এই আমার কামনা ।
ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে,“ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারি।
এদিকে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান,এবং সকল নেতা কর্মিদের কে সদা সজাগ থাকার পরামর্শ জানিয়েছেন। ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে সবাইকে আহবান জানান।