মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সারা দেশের ন্যায় বই উৎসব পালন করা হয়েছে। শিক্ষা বছরের শুরুর দিন ছাত্র/ছাত্রীদের হাতে এ বই তুলে দেয়া হয়। রোববার (১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বই উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক প্রমুখ। এরপর দুপুরে একই অতিথিগণ দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই উৎসবে বই বিতরণ করেন। এদিকে মানিকদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।