মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে আল সালেহ লাইফ লাইন দ্বারা পরিচালিত এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা শিশু ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে দৌলতপুর থানা সংলগ্ন দৌলতপুর দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ শাখার ছাত্র সিবলি সাদিক (১০) নামে ওই ছাত্র কে একই মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পড়া না পারার অপরাধে শিশু ছাত্রকে এভাবে পেটানো হয় বলে ওই ছাত্রের অভিযোগ। বিচার চেয়ে নির্যাতিত ছাত্র ও তার ভাই ১৯ শে ফেব্রুয়ারী (রোববার ) দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আশরাফুল ইসলাম শনিবার রাতে গোপনে মাদ্রসা ত্যাগ করে সিরাজগঞ্জ জেলার নিজ বাড়ি চলে গেছেন বলে মাদ্রাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, আল সালেহ লাইফ লাইন দ্বারা পরিচালিত মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে আহত করার ঘটনা শুনার পর মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজনকে ডাকা হয়েছিল। তারা এমন ঘটনার জন্য অনুতপ্ত এবং লজ্বিত। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবেনা বলে নিশ্চয়তা দিয়েছেন। একইসাথে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রমজান আলী নিশ্চিত করেছেন বলে জানান।