আব্দুর রহমান, নেত্রকোনাঃ
নেত্রকোনায় আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়ে প্রতি বছরের ন্যায় এবারো প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কয়েক যুবক।
চল্লিশা হতদরিদ্র সহযোগিতা নামক সংগঠনের ব্যানারে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় নলেজ একাডেমি প্রাঙ্গণে শুক্রবার দুপুরে শতাধিক প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারের মাঝে একটি করে মুরগী,সেমাই, চিনি, দুধ, তেল ও চালের প্যাকেজ প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, চল্লিশা হতদরিদ্র সহযোগিতা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাদশা। এসময় সংগঠনের সদস্য মোঃ নূর মামুন,মোঃ মিজান,হাবিবুর রহমান,মোঃ জহিরুল ইসলাম,আবির হাসান অনিক.মোঃ আপন ও মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।