নারায়ণগঞ্জ সদর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওলাদ হোসেনের (৫০) মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫), অজ্ঞাত পুরুষ (৪৮), ট্রাকড্রাইভার জগদীশ সরকার (৬৫)। আহতদের মধ্যে জগদীশ সরকারকে ঢামেক থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন জানান, তারা নারায়ণগঞ্জ সদর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে মালামাল নামিয়ে ঠেলাগাড়িতে নিচ্ছিলেন। রাস্তায় জ্যাম ছিল। কেউ হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখনকার ইট এসে তাদের মাথায় পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে চারজনকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক আওলাদকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। নিহত আওলাদ হোসেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইসলামপুর রোড মদনগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে।