আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন নানশ্রী গ্রামের জনৈক পিতা জানান যে, তার মেয়ে (১৭ বছর) গত ০১ ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকায় বাড়ি হতে বের হয়ে যায়। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও সময় মত বাসায় ফেরত না আসায় জনৈক পিতা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেন। অবশেষে মেয়ের সন্ধান না পেয়ে নিকলী থানায় এসে একটি সাধারন ডায়রী করেন। উক্ত সাধারণ ডায়রীর প্রেক্ষিতে এসআই আবু সাঈদ গত ০৩ ডিসেম্বর উক্ত নিখোঁজ মেয়েকে গাজীপুর জেলার গাছা থানা এলাকা হতে উদ্ধার করে নিকলী থানায় নিয়ে আসে এবং উদ্ধারকৃত মেয়েকে নিকলী থানার অফিসার্স ইনচার্জ এর নির্দেশে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেন।