নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের মৃত গণেশ চন্দ্র পন্ডিতের ছেলে ইন্দ্রজিৎ চন্দ্র পন্ডিতের বসত বাড়ির উত্তর এবং দক্ষিণ পাশে বাঁশের ও টিনের বেড়ায় দূর্বৃত্তরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ জানুয়ারী গভীর রাতে। এব্যাপারে ইন্দ্রজিৎ চন্দ্র পন্ডিত নেত্রকোণা মডেল থানায় ঐদিন সকালে লিখিত অভিযোগ দায়ের করেন। ইন্দ্রজিৎ চন্দ্র পন্ডিত বলেন – আমি সহ পরিবারের লোকজন ২ জানুয়ারী রাত আনুমানিক ১০.৩০ মিনিটে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় এরপর গভীর রাতে প্রকৃতির সারাদিতে বাহিরে বের হয়ে দেখতে পায় আমার বাড়িতে আগুন জ্বলছে, তবে কাউকে চিনতে পারিনি। এসময় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুনে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে এবং নিভিয়ে দেয়।
আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এরকম জঘন্যতম কাজ দূর্বৃত্তরা করেছে বলে আমার ধারণা। আমাদের ওয়ার্ডের মেম্বার এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য লোকজনদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে সনাক্ত করতে পারেনি।
তিনি আরো জানান বেশ কিছুদিন ধরে আমার পাড়ায় বখাটে ছেলেদের আনাগোনা দেখা যায়। তারা মোবাইল ফোন নিয়ে বসে পাশাপাশি হাটাহাটি করে কি যেন দেখে।