আব্দুর রহমান, নেত্রকোনাঃ
নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
আজ (২১ এপ্রিল) সকাল ১১ টায় এন আই খান ফাউন্ডেশনের সহযোগিতায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, তেল ও চালের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনা।