আব্দুর রহমান স্টাফ রিপোর্টার
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নেত্রকোনায় মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ (২১ মার্চ) মঙ্গলবার যোহরের নামাজের পর সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে রমজানের পবিত্রতা রক্ষায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।
মানববন্ধনে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ, বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, দিনের বেলা খাবারের দোকান বন্ধসহ অন্যান্য বিষয়ে বক্তব্য দেন মাওলানা আবদুল হান্নান, মাওলানা হাবিবুল্লাহ খান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা গাজী আবদুর রহিম সহ অন্যরা।
মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।